কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ-শিক্ষা মন্ত্রণালয়
Wellcome to National Portal



Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ অক্টোবর ২০২০

"কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের সক্ষমতা বৃদ্ধি"

মন্ত্রণালয়: শিক্ষা মন্ত্রণালয়

বিভাগ: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

দপ্তর: কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা

অনুমোদিত প্রকল্প:

০১। প্রকল্পের নামঃ

"কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের সক্ষমতা বৃদ্ধি"

Capacity Development of 64 Technical School & College(TSC) under Directorate of Technical Education

০২। প্রকল্পের উদ্দেশ্যঃ

ক) দক্ষ, কর্মক্ষম ও আত্মকর্মসংস্থানের উপযোগী মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে কারিগরি শিক্ষায় এনরোলমেন্ট বৃদ্ধিকরণ;

খ) ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ৭টি টেকনোলজি চালু করার মাধ্যমে (৬০ জন × ১১৬ গ্রুপ) ৬৯৬০ জন নতুন শিক্ষার্থী ভর্তি করা;

গ) দেশ-বিদেশে বর্তমান এবং ভবিষ্যৎ চাকুরি বাজারের চাহিদার চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তোলা;

ঘ) ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজে ১ম ও ২য় শিফটে বিদ্যমান এসএসসি (ভোক.) এবং ৬ মাস মেয়াদি শর্ট কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও দক্ষতা নিশ্চিতকরণ;

ঙ) শিক্ষার্থী এবং কর্মচারীদের দক্ষতা ও শিক্ষার মনোন্নয়নের জন্য ভৌত অবকাঠামো এবং অন্যান্য সুবিধা সৃষ্টিকরণ;

০৩। বাস্তবায়নকারি সংস্থাঃ

কারিগরি শিক্ষা অধিদপ্তর

০৪। প্রকল্পের মেয়াদঃ

ফেব্রুয়ারি, ২০১৯ হতে জুন, ২০২১

০৫। প্রকল্প অনুমোদনের তারিখঃ

২৭-০২-২০১৯ একনেক অনুমোদন

০২-০৭-২০১৯ প্রশাসনিক আদেশ

০৬। প্রকল্প এলাকাঃ

বিভাগ

জেলা

উপজেলা

৬৪

--

০৭। প্রাক্কলিত ব্যয়ঃ 

মোট: ১৪৯৩৬৫.০০ লক্ষ টাকা (সম্পূর্ণ জিওবি)

০৮। অর্থায়নের উৎসঃ

জিওবি

০৯। প্রধান অংগসমূহঃ

ভূমি অধিগ্রহণ/ক্রয়, ভূমি উন্নয়ন, টিএসসি’র একাডেমিক-কাম ওয়ার্কশপ ভবন নির্মাণ, পূর্ত কাজের ড্রইং ও ডিজাইন, অভ্যান্তরীন সারফেস ড্রেন, গভীর নলকূপ, পানির পাইপ লাইন, অভ্যন্তরীন খেলার মাঠ উন্নয়ন, এলটি লাইন, যানবাহন, মেশিনারী/ যন্ত্রপাতি, অপারেশনাল জনবল, জার্নাল এবং বই, আসবাবপত্র