কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ-শিক্ষা মন্ত্রণালয়
Wellcome to National Portal



Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ অক্টোবর ২০২০

দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন।

০১। প্রকল্পের নামঃ

“দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন”

 

০২। প্রকল্পের উদ্দেশ্যঃ

ক) মাদ্রাসা শিক্ষাকে যুগপোযোগী ও তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে শিখন-শিখানো পদ্ধতির প্রস্তাব প্রয়োগের জন্য শিক্ষাদান প্রক্রিয়ায় মাল্টিমিডিয়া ক্লাসরুমের প্রত্যক্ষ প্রয়োগ;

খ) সমৃদ্ধ টিচারপুল তৈরির লক্ষ্যে শিক্ষকদের দক্ষতার উন্নয়ন করা;

গ) আইসিটি ভিত্তিক শিখন-শিখানো পদ্ধতির মাধ্যমে মানসম্মত শিক্ষার্থী গড়ে তোলা;

ঘ) শিক্ষার্থীদের ক্লাসমুখী করার জন্য উদ্দীপনামূলক পদ্ধতির উদ্ভাবন;

ঙ) শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠ অভ্যাসে মনোনীবেশকরণ।

০৩। বাস্তবায়নকারি সংস্থাঃ

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

০৪। প্রকল্পের মেয়াদঃ

জুলাই, ২০১৭ হতে জুন, ২০২১

০৫। প্রকল্প অনুমোদনের

      তারিখঃ

২৯-১০-২০১৭ মাননীয় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক অনুমোদিত

২২-১১-২০১৭ প্রশাসনিক আদেশ

০৬। প্রকল্প এলাকাঃ

সমগ্র বাংলাদেশ

০৭। প্রাক্কলিত ব্যয়ঃ       

৩০৬৫.০০ লক্ষ টাকা (সম্পূর্ণ জিওবি)

০৮। অর্থায়নের উৎসঃ

জিওবি

০৯। প্রধান অংগসমূহঃ

ক) ২০১৯ সালের মধ্যে ৬৫৩টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন;

খ) ৬৫৩টি মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনার প্রয়োজনীয় কম্পিউটার ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি সংগ্রহ এবং এতৎসংশ্লিষ্ট প্রশিক্ষণ বিষয়াদি সম্পর্কে ৬৫৩ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান;

গ) মাল্টিমিডিয়া ক্লাসরুম উন্নয়ন সাধন;

ঘ) ক্লাসরুমে হোয়াইট বোর্ড প্রবর্তন; এবং

ঙ) পরামর্শক নিয়োগ ও সভা/সেমিনার আয়োজন।