কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ-শিক্ষা মন্ত্রণালয়
Wellcome to National Portal



Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ অক্টোবর ২০২০

উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়)

০১। প্রকল্পের নামঃ

“উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়)”

Establishment of 329 Technical School & College (TSC) at Upazila level

(2nd Phase)

০২। প্রকল্পের উদ্দেশ্যঃ

ক) প্রস্তাবিত প্রতিষ্ঠানসমূহে ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি ১টি করে কারিগরি বিষয় অন্তর্ভুক্তির প্রয়োজনীয় সুবিধা সৃষ্টিকরণ। এসএসসি (ভোক.) ও এইচএসসি (ভোক.) কোর্স চালু করার মাধ্যমে দেশব্যাপী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ;

খ) কর্মক্ষম যুবকদের দেশে ও বিদেশে বর্তমান এবং ভবিষ্যত চাকুরি বাজারের চাহিদার চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা;

গ) দরিদ্র জনগোষ্ঠীর জীবিকা সংস্থানের লক্ষ্যে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকরণ;

ঘ) ৪টি ট্রেড ও ৪টি  স্বল্পমেয়াদী প্যারাট্রেড কোর্স চালকুরণ।

০৩। বাস্তবায়নকারি সংস্থাঃ

কারিগরি শিক্ষা অধিদপ্তর

০৪। প্রকল্পের মেয়াদঃ

জানুয়ারী, ২০২০ হতে ডিসেম্বর, ২০২৪

০৫। প্রকল্প অনুমোদনের তারিখঃ

২১-০১-২০২০ একনেক অনুমোদন

১১-০৬-২০২০ প্রশাসনিক আদেশ

০৬। প্রকল্প এলাকাঃ

বিভাগ

জেলা

উপজেলা

৬৪

৩২৯

০৭। প্রাক্কলিত ব্যয়ঃ 

মোট: ২০৫২৫৬৯.০০ লক্ষ টাকা (সম্পূর্ণ জিওবি অর্থ)

০৮। অর্থায়নের উৎসঃ

জিওবি

০৯। প্রধান অংগসমূহঃ

ভূমি অধিগ্রহণ/ক্রয়, ভূমি উন্নয়ন, একাডেমিক কাম প্রশাসনিক ভবন, শিক্ষক ডরমেটরী, ২০০ শয্যা বিশিষ্ট ছাত্রীনিবাস, সীমানা প্রাচীর ও গেট নির্মাণ, অভ্যান্তরীন রাস্তা, গার্ড রুম, বৈদ্যুতিম স্থাপনা, গভীর নলকূপ, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, ওভারহেড ওয়াটার ট্যাংক, শহীদ মিনার, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, অভ্যান্তরীন সারফেস ড্রেন, পুকুর ও বৃক্ষ রোপন, গ্যাস লাইন সংযোগ, ট্রান্সপোর্ট/ভেহিক্যাল, মেশিনারী/ যন্ত্রপাতি, শিক্ষা ও শিখন উপকরণ।