কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ-শিক্ষা মন্ত্রণালয়
Wellcome to National Portal



Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ অক্টোবর ২০২০

নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন প্রকল্প।

শিক্ষা মন্ত্রণালয়

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

 

প্রকল্প পরিচিতি

অনুমোদিত প্রকল্পঃ

০১। প্রকল্পের নামঃ

“নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন (১৮০০টি মাদ্রাসা)”

০২। প্রকল্পের উদ্দেশ্যঃ

ক) শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণসহ ডিজিটাল বাংলাদেশ এর লক্ষ্য অর্জনের নিমিত্ত নির্বাচিত ১৮০০টি মাদ্রাসার নির্মিত অবকাঠামোর অভ্যন্তরীণ বৈদ্যুতিকরণ, স্যানিটেশন ও পানি সরবরাহ নিশ্চিতকরণসহ নূতন একাডেমিক ভবণ নির্মাণকরণ;

খ) সাধারণ শিক্ষার (স্কুল/কলেজ) বিপরীতে মাদ্রাসা শিক্ষায় বিদ্যমান অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতা আনয়ন;

গ) শহর (মহানগর/জেলা শহর/উপজেলা শহর) এলাকাসহ গ্রাম ও পশ্চাৎপদ এলাকার মাদরাসা শিক্ষাঙ্গণের ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা সংক্রান্ত সুযোগ সুবিধা বৃদ্ধিকরণ।

০৩। বাস্তবায়নকারী সংস্থাঃ

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

০৪। প্রকল্পের মেয়াদকালঃ

জুলাই, ২০১৮ হতে জুন, ২০২১ পর্যন্ত

০৫। প্রকল্প অনুমোদনের তারিখঃ

১১-০৯-২০১৮ একনেক অনুমোদন

০২-১২-২০১৮ প্রশাসনিক আদেশ

০৬। প্রকল্প এলাকাঃ

সমগ্র বাংলাদেশ

০৭। প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ঃ

মোটঃ ৬৩৪৩৫৭.০৬ লক্ষ টাকা (সম্পূর্ণ জিওবি)

০৮। প্রকল্পের অথ্যায়নের উৎসঃ

জিওবি

০৯। প্রকল্পের প্রধান অংগসমূহঃ

ক) পয়ঃনিষ্কাশন, পানি সরবরাহ, বৈদ্যুতিকরণ, সুবিধাদিসহ চার/ছয়তলা ভিতবিশিষ্ট একাডেমিক ভবন কাম-শ্রেণীকক্ষ-টয়লেট ব্লক ও সিঁড়ি ব্লক নির্মাণ;  

খ) আসবাবপত্র সংগ্রহ এবং

গ) অভ্যন্তরীণ প্রশিক্ষণ প্রদান।